শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৭:২১

শাহমাহমুদপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার
শাহমাহমুদপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী পাঠান বাড়ি প্রাঙ্গণে ব্যাপক আয়োজনে দুদিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে পাঠান বাড়ি প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশনের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মসিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অস্ট্রেলিয়ান লেবার পার্টি ও মাউন্ট বার্কার, অ্যাডিলেডের ভাইস প্রেসিডেন্ট এবং উক্ত পিঠা উৎসবের উদ্যোক্তা ড. জিমিউর পাঠানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ইউপি সদস্য নাজির হোসেন মিজি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী ও সমাজসেবক শাহিদুল আলম মাহফুজ। কেতুয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মজিবুর রহমান ঢালী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানজির রহমান পাঠান জসিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন প্রমুখ।

দুদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রায় ২০টি স্টলে শতাধিক রকমের গ্রামীণ পরিবেশে তৈরি পিঠা স্থান পায়। অনুষ্ঠানে দেশীয় পিঠার সমারোহ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিনোদনমূলক আয়োজন এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শনিবার ছিলো পিঠা উৎসবের সমাপনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়