প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২০:৪০
মুক্তি পেলেন পুলিশের ভুলে কারাবাস করা ভ্যান চালক আমান ছৈয়াল

একটি ইলেকট্রনিক মিডিয়ায় ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) ‘নামের ভুলে কারাবাস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের দুদিন পরই কারাগার থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরেছেন নিরপরাধ ভ্যানচালক চাঁদপুর শহরের আমান ছৈয়াল। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
|আরো খবর
শুক্রবার সকাল থেকে জেলা কারাগারের সামনে জড়ো হয় তার পরিবার। দুপুরে জেল থেকে বের হবার পর স্ত্রী-সন্তানদের চোখে আনন্দের কান্না শুরু হয়। বিনা অপরাধে নামের ভুলে একমাস কারাভোগ শেষে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি আমান ছৈয়াল। তিনি চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লা বাড়িতে ভাড়া থাকেন।
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচাজ মো. বাহার মিয়া একটি প্রতিবেদন দাখিল করার পর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ আমান ছৈয়ালের মুক্তির সিদ্ধান্ত প্রদান করেন। নামের ভুলে ভ্যান চালক আমান ছৈয়ালকে শুধু জামিন নয়, মামলা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
স্ত্রী, সন্তানের কাছে ফিরতে পেরে বেজায় খুশি আমান ছৈয়াল। ওই সময় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার ও এলাকাবাসী।
ভ্যানচালক আমান ছৈয়ালের আইনজীবী ছিলেন অ্যাড. হারুনুর রশিদ। তিনি জানান, প্রতিবেদনটি দেখার পর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ বিষয়ে খোঁজ-খবর নেন। দ্রুত আমানের মুক্তির বিষয়ে ব্যবস্থার তাগিদ দেন তিনি। শুধুমাত্র নামের মিল ছিলো। আর কিছুই মিল ছিলো না। আমান একজন ভ্যানচালক। ভুলবশত আমানকে কারাবাস করতে হয়। মামলা থেকে অব্যাহতির খবরে আমান ছৈয়ালের পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে।
আমানের স্ত্রী বলেন, এক মাস ধরে দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ পাশে দাঁড়ায়নি। পরে টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নজরে আসে। আমি নিজেও তাঁর শরণাপন্ন হই। স্বামীকে ফিরে পেয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মনিরুজ্জামান বাবলুসহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মুক্তি পাওয়া আমান ছৈয়াল বলেন, জীবনে কখনও জেল খাটিনি। কয়েকদিন অসুস্থ ছিলাম। কারাগারের ভেতরেই ভালো চিকিৎসা সেবা পেয়েছি। এতো দ্রুত মুক্তি পাবো তা ভাবতে পারেনি। ওই সময় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর ও লুটপাটের মামলায় ১৮৫তম আসামী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমান। তার বাবার নাম আবদুর রশিদ। অথচ পুলিশ ভ্যানচালক আমান (পিতা মান্নান ছৈয়াল)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিষয়টি নিয়ে আদ্যোপান্ত প্রতিবেদন করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কলা-কুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এর আগে গেলো ২০ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখায় আমান ছৈয়ালকে। অথচ মামলার এজাহারে ১৮৫ নম্বর আসামী আমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে সে পলাতক। পরে গেলো ১৮ নভেম্বর দেশে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন।








