প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২১:৫৫
কচুয়ায় ১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কচুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র ও অসহায় ১৯টি পরিবারের মাঝে বসতঘর পুনঃনির্মাণের জন্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে দু বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসহায় উপকারভোগীরা ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








