বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

সিআইপির অভ্যন্তরে অবিলম্বে খাল খনন শুরুর দাবিতে কৃষক সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো।।
সিআইপির অভ্যন্তরে অবিলম্বে খাল খনন শুরুর দাবিতে কৃষক সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি)-এর কৃষকদের অস্তিত্ব রক্ষায় স্লুইস গেটে নতুন পাম্প স্থাপন, ১১৫টি খাল খনন, ২২টি কালভার্ট, ড্রেন পাকাকরণসহ গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করার দাবিতে সিআইপি’র অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলন করেছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল লিখিত বক্তব্য পেশ করেন।

তিনি বলেন, সিআইপি’র অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি বিগত ২০২৪ সালের সিআইপির অভ্যন্তরে ভয়াবহ জলাবদ্ধতার কারণ খতিয়ে দেখতে গিয়ে ভয়াবহ চিত্র খুঁজে পায়। কমিটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষক, মৎস্যজীবী, জেলেসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে, তথ্য সংগ্রহ করে দেখতে পায়, ষাটের দশকে চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ তৈরির পর থেকে এর অভ্যন্তরে সেচ খাল বোরোপিট খাল পুনঃখনন করা হয়নি। ২০ বছর আয়ুষ্কালের সেচ পাম্প গত ৪৭ বছরেও মেরামত করা হয়নি। ফলে এর প্রভাব পড়েছে পানি সরবরাহ ও ছাড়ার কাজে। বছরের এক সময়ে সিআইপির অভ্যন্তরে পানি সংকট দেখা দেয়, আবার অন্য সময়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর থেকে মুক্তিলাভের জন্যে আমরা খাল খনন, পাউবোর সেচ পাম্প মেরামত, পানি স্বচ্ছতা রক্ষায় বেরোপিট খাল, সেচ খাল ও ডাকাতিয়া নদী থেকে কচুরিপানা অপসারণের জন্যে আমরা আবেদন করি। আমাদের আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসন, এলজিইডি, পাউবো বিগত অর্থ বছরে বেশ কিছু খাল খননসহ কাজ করেছে। এখন চলতি শুষ্ক মৌসুমে সিআইপির কৃষকদের অস্তিত্ব রক্ষার স্লুইস গেইটে নতুন পাম্প স্থাপন, ১১৫টি খাল খনন, ২২টি কালভার্ট, ড্রেন পাকাকরণসহ গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে আগামী ২৪ নভেম্বর কৃষক সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার পূর্বে করা হয় এই সংবাদ সম্মেলন।

প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কৃষক সংগ্রাম কমিটির খোরশেদ আলম, ওহাব আলী, রহিমা আক্তার , মমতাজ উদ্দিন, আমান উল্লাহ, মো. মামুন, আকবর আলী, মোজাম্মেল হক, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়