মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২০:০৮

শীতের আগমনে ফুটপাতের দোকানে গরিব ও মধ্যবিত্তদের ভিড়

বাদল মজুমদার।।
শীতের আগমনে ফুটপাতের দোকানে গরিব ও মধ্যবিত্তদের ভিড়

শীতের আগমন জানিয়ে দেয় গরম কাপড়ের প্রয়োজনীয়তা। আর এ প্রয়োজন মেটানো গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্যে হয় দুঃসাধ্য। কারণ, শিশুদের জন্যে গরম পোশাক কেনাটা অনেকের সাধ্যের মধ্যে থাকে না। তবে এ অবস্থার মধ্যেও চাঁদপুর শহরের লেকেরপাড়ের ফুটপাতের দোকানগুলো হয়ে উঠেছে শিশুদের গরম কাপড় কেনার অন্যতম প্রধান গন্তব্য।

নতুন বছরের শীতের শুরুতেই এখানকার ফুটপাতগুলোতে বাজার সেজে উঠেছে। নানা বয়সী শিশুদের জন্যে বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, শাল, থার্মাল শার্ট এবং প্যান্ট পাওয়া যাচ্ছে সস্তা দামে। মধ্যবিত্ত পরিবারগুলোর পাশাপাশি গরিব পরিবারগুলোও এখানে তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে আসছে।

হকাররা জানান, আমরা চেষ্টা করি কম দামে ভালো মানের কাপড় পাওয়া, যাতে সাধারণ মানুষ তাদের সন্তানদের জন্যে শীতের জামা হিসেবে কিনে নিতে পারে।

স্থানীয় বাসিন্দা রিফাত মিয়া (৩৫) জানান, বাজারে দাম অনেক বেশি। ফুটপাতের দোকানে আমরা অনেক কম দামে গরম কাপড় কিনতে পারি। এ কারণে ফুটপাতের দোকানগুলো গরিব ও মধ্যবিত্তদের জন্যে এক আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্যে শীতের সময় এই দোকানগুলো যেনো একমাত্র উপায়, যেখানে তারা তাদের পরিবারের ছোটদের জন্যে গরম কাপড় সংগ্রহ করতে পারেন। তবে বাজারে আসা মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে পণ্যের দামও কিছুটা বৃদ্ধি পায়।

দোকানিরা জানাচ্ছেন, আমরা দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি, তবে কিছু সময় দাম বেড়ে যায়। কারণ, আমাদেরও কিছু খরচ আছে। তবে ক্রেতারা যারা খুবই দরিদ্র, তাদের জন্যে কিছু কম দামে কাপড় ছেড়ে দেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়