প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২০:১৯
ফরিদগঞ্জের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ ও মশাল মিছিল শেষে এবার কালো পতাকা মিছিল করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
|আরো খবর
মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন বলেন, ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর-৪ আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে যুগের পর যুগ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। কিন্তু এমএ হান্নানকে মনোনয়ন বঞ্চিত করে আওয়ামী লীগ-ঘেঁষা একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। যার সাথে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের কোনো নেতা-কর্মীর সম্পর্ক নেই। আমাদের দাবি, প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আসনটিতে প্রাথমিক পর্যায়ে দেয়া মনোনয়ন পরিবর্তন করে যার সাথে সকল মানুষের সম্পর্ক রয়েছে তাকে মনোনয়ন দেবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক খান, মাসুদ বেপারী, সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি লায়ন মো. হারুনুর রশিদ।







