প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২২:৪৫
ছবি-রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেফতার করে পুলিশ।
লক্ষ্মীপুরে হাসপাতালে রোগী সেজে চুরি, ৭ নারীকে কারাগারে প্রেরণ

রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে টাকা ও সোনা চুরির ঘটনায় ৭ নারীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর ২০২৫) কুলসুমা বেগম নামে এক নারী চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
|আরো খবর
চুরির মামলায় গ্রেফতারকৃতরা হলেন : নুর জাহান (১৯), নাছিমা আক্তার (৪৮), আনিছা বেগম (৩০), বেগম খাতুন (২৫), পারভীন আক্তার (৫০) ও সাফিয়া আক্তার (৪০) সহ ৭জন। তাদের সবার বাড়ি জামালপুর ও বগুড়ার সারিযাকান্দি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ৭ নারীকে দুপুরে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিনিয়ত সদর হাসপাতালে লাইনে থাকা রোগীদের টাকা, গহনা ও মোবাইল চুরির ঘটনা ঘটেই চলছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) দুপুরে কুলসুমা বেগম নামে এক নারী ডাক্তার দেখানোর জন্যে টিকেট কেটে লাইনে দাড়াঁয়। এ সময় তার ব্যাগ থেকে ৬ হাজার টাকা চুরি করার সময় হাতেনাতে এক নারীকে আটক করে স্থানীয়রা।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে ৬ নারীকে আটক করা হয়। জড়িত ৭ নারীই সদর হাসপাতালে রোগী সেজে চুরি করার সাথে জড়িত রয়েছে। সবাই হাসপাতাল চোরচক্রের সদস্য। ২-৩ মাস এক স্থানে থেকে চুরি করে অন্য স্থানে গিয়ে আবারও চুরি করে তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, গ্রেফতারকৃত নারীরা সবাই হাসপাতাল চোরচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী সেজে চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তারা কয়েকদিন আগে শহরে বাসা ভাড়া নিয়ে এই অপরাধ করে আসছে। এর আগেও বিভিন্ন স্থানে একই কাজ করে আসছিলো এই চক্র। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।






