শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৮

বাবুরহাট কলেজে 'ক্যারিয়ার কম্পাস' সেমিনারে ২৫০ শিক্ষার্থীর জন্যে অনুপ্রেরণার ছোঁয়া!

ভবিষ্যৎ ভাবনা বদলে দেবে AI

বিশেষ প্রতিবেদক :মো. জাকির হোসেন
ভবিষ্যৎ ভাবনা বদলে দেবে AI

চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’-এর সপ্তম পর্ব।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) আয়োজিত এ সেমিনারে অংশ নেয় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী। আয়োজন করে শিক্ষার্থীবান্ধব, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ক্যারিয়ার এইড চাঁদপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান অপু এবং সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর আঁখি আক্তার ও ইমাম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি এবং বাবুরহাট কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রোটারিয়ান মো. জাকির হোসেন ও বাবুরহাট কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুনুর রহমান।

সেমিনারের প্রথম সেশনে মেহেদী হাসান অপু শিক্ষার্থীদের আইটি দক্ষতা বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন।

দ্বিতীয় সেশনে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে বিশদ আলোচনা করেন ইউনিএইড চাঁদপুরের কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ।

একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন ক্যারিয়ার এইডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব। অন্যদিকে, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব ও কার্যকর শেখার কৌশল নিয়ে বক্তব্য রাখেন নর্থ ভিউ লার্নিং সেন্টারের পরিচালক আফসার উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যৎ জীবনের সঠিক দিকনির্দেশনা পাওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন।

আয়োজকরা জানান, ‘ক্যারিয়ার কম্পাস সিরিজ’-এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ শিক্ষা, প্রযুক্তি ও পেশাগত জীবনের পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “এই সেমিনার আমাদের ক্যারিয়ার ভাবনায় নতুন দিক উন্মোচন করেছে; আমরা এখন লক্ষ্য নির্ধারণে আরও আত্মবিশ্বাসী।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়