প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১:১৯
মতলবের কৃতী সন্তান জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ উপজেলার কৃতী সন্তান ফরহাদ হোসেন জাহিদ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে ফরহাদ হোসেন জাহিদকে সহ-সভাপতি মনোনীত করা হয়।
ফরহাদ হোসেন জাহিদ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিবপুর গ্রামের আবেদ আলীর ছেলে। তার বাবা আবেদ আলী দীর্ঘদিন মতলব বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
ফরহাদ হোসেন জাহিদ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং বর্তমানে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
জাহিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফরহাদ হোসেন জাহিদ।








