বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৬

যুক্তরাজ্য বিএনপি সভাপতির সাথে হুমায়ুন কবির বেপারীর সৌজন্য সাক্ষাৎ।। সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার।।
যুক্তরাজ্য বিএনপি সভাপতির সাথে হুমায়ুন কবির বেপারীর সৌজন্য সাক্ষাৎ।। সম্মাননা প্রদান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেককে সম্মাননা প্রদান করছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মো. হুমায়ুন কবির বেপারী।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁকে দলের পক্ষ থেকে সম্মননা তুলে দেয়া হয়।

দু নেতার এই সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে কীভাবে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেয়া যায় সে বিষয়ে এমএ মালেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির বেপারী সংগঠনের পক্ষ থেকে এমএ মালেককে শুভেচ্ছা স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। দীর্ঘদিন প্রবাসে থেকেও গণতন্ত্রের জন্যে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দলকে সুসংগঠিত রাখার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সম্মাননা দেয়া হয়। এ প্রসঙ্গে মো. হুমায়ুন কবির বেপারী বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র মেরামতের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। এমএ মালেক দীর্ঘকাল ধরে বিদেশে আমাদের দলের অন্যতম কাণ্ডারী। তাঁর বলিষ্ঠ সংগ্রাম আমাদের সকলের জন্যে অনুপ্রেরণা। তাঁর মতো পরীক্ষিত নেতার সান্নিধ্য ও দিকনির্দেশনা আমাদের পথচলাকে আরও বেগবান করবে।

এমএ মালেক সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মো. হুমায়ুন কবির বেপারীর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীদিনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়