প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৪৬
তরপুরচণ্ডী ইউনিয়ন যুব আন্দোলনের তরবিয়ত ও পরিচিতি সভা
কেবল ভালো নির্বাচন হলেই হবে না, ভালো মানুষকে নির্বাচিত করতে হবে
........শেখ মুহা. জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি।। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন শাখার আয়োজনে দায়িত্বশীল তরবিয়ত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের রান্নাবাড়ী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী শেখ মুহা. জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠনের জন্যে যুব সমাজ মেরুদণ্ডের ন্যায় কাজ করে। এই যুবসমাজ কেবল রাজনৈতিক দল কিংবা সংগঠনের প্রাণশক্তিই নয়, একটি দেশের প্রাণশক্তি। এ দেশের সকল অর্জনে যুবসমাজর ভূমিকা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দেশের যুবসমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।
|আরো খবর
তিনি বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্যে যুব সমাজকে ঘরে বসে থাকলে হবে না। মূলত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এর অর্থ এই না, দেশ একেবারে ভালো হয়ে গেছে। আমাদের দেশের একটি সেক্টরও এখন পর্যন্ত ভালো হয়নি। এজন্য আমাদের পীর সাহেব চরমোনাই বলেছেন, আত্মশুদ্ধি এবং রাষ্ট্রশুদ্ধি প্রয়োজন। শুধু ব্যক্তির শুদ্ধি করলেই হবে না, রাষ্ট্রের শুদ্ধিও নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ইসলামী যুব আন্দোলন একটি নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হযরত মুহাম্মদ (সাঃ)-এঁর আদর্শ বাস্তবায়ন করা। আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে চাই এবং আখেরাত থেকেও মুক্তি পেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুব সমাজের ভূমিকা রাখতে হবে। কেবল ভালো নির্বাচন হলেই হবে না। ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। তবেই যুব সমাজের স্বপ্ন পূরণ হবে এবং বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে। ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মারুফ চোকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম নিজাম ও ইসলামী আন্দোলন তরপুরচণ্ডী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ মারুফ সরদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মদ মোস্তফা পাটোয়ারী।
উপস্থিত ছিলেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, তরপুরচণ্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বন্দুকশী, জেলা যুব আন্দোলনের নেতা হাফেজ ফরিদ উদ্দিন নেয়ামতসহ ইউনিয়ন যুব আন্দোলনের নেতৃবৃন্দ।