শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩

কাউনিয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

যুবসমাজকে ক্রীড়ামুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে

----সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
যুবসমাজকে ক্রীড়ামুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন  করতে হবে
কাউনিয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী গৃদকালিন্দয়া একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, যুবসমাজকে ক্রীড়ামুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। কারণ মাদক আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। সর্বত্র মাদকের ছড়াছড়ি। যুবসমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে মুক্ত করতে তাদেরকে মাঠে আনতে হবে। এজন্য নিয়মিত ক্রীড়ার আয়োজন করতে হবে।

ফরিদগঞ্জের কাউনিয়ায় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এই টুর্নামেন্টের আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি শহীদ জিয়া যেই আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং দেশকে পরিচালনা করেছেন, মানুষের মাঝে সম্প্রীতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, সেই আদর্শকে ধারণ করে আমরা আপনারা সকলে মিলে তাঁর সকল কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে এদেশে গণতন্ত্রে পুনর্জাগরণ করতে পারবো। কারণ, গণতন্ত্রহীন একটি দেশ কখনো সঠিক পথে চলতে পারে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাউনিয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এমএম টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান এবং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

এর আগে অনুষ্ঠিত ফাইনালে গৃদকালিন্দিয়া একাদশ ১-০ গোলে সৌদি প্রবাসী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়