সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

মতলবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরো জনবান্ধব হতে হবে

রেদওয়ান আহমেদ জাকির।।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরো জনবান্ধব হতে হবে
মতলব পৌরসভা পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ইউএনও ও পৌর প্রশাসক মো. আমজাদ হোসেনসহ অন্যরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরও জনবান্ধব হতে হবে। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে না পড়েন। জনকল্যাণ নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তবেই জনগণের মানোন্নয়ন সম্ভব, আর সেটিই সামগ্রিকভাবে দেশের উন্নয়ন তরান্বিত করবে। জনগণের অধিকার রক্ষা ও সরকারি সেবার গতি বাড়াতে প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে।

তিনি খতিয়ান পরিমার্জন, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং নথিপত্র যাচাই-বাছাই কার্যক্রম সরজমিনে দেখেন। ভূমি সেবায় গুণগত মান বৃদ্ধির নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো প্রকার অনিয়ম যেনো না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

তিনি আরো বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, তার পরিবার ও সমাজকেও অশান্ত করে তোলে। তাই মাদকের সাথে কোনো প্রকার আপস করা যাবে না। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক সবাইকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে কোনো অনিয়মকে বরদাশত করা হবে না। সুচারুভাবে সরকারের উন্নয়নমূলক কাজকে শতভাগ সঠিকভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে নিতে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি স্ব স্ব দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষদের হয়রানি না করে সঠিকভাবে সেবা ও পরামর্শ প্রদান করার নির্দেশনা প্রদান করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার ভূমি অফিস, মতলবগঞ্জ জে. বি. পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস, নারায়ণপুর পৌরসভা ও খাদেরগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় তিনি লেখাপড়ার মানোন্নয়নসহ ভালো ফলাফল লাভের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত নারায়ণপুর পৌরসভার জনগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়কালে লোকজন জানান, ইউনিয়ন পরিষদ থাকলেই কৃষি অধ্যুষিত অঞ্চলের জন্যে ভালো। গরিব মানুষের পক্ষে পৌরসভার বিভিন্ন কর আদায় করা সম্ভব নয়। তিনি এলাকার জনগণের কথা শোনেন এবং তাদেরকে এ বিষয়ে আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, ওসি সালেহ আহাম্মদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়