মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০০:১০

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের স্মরণীয় দিন আজ

স্টাফ রিপোর্টার।।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের স্মরণীয়  দিন আজ
ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

সেই স্মরণীয় ৫ আগস্ট আজ। ২০২৪ সালের এইদিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবরে সারাদেশের ন্যায় চাঁদপুরেও আন্দোলনে থাকা বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ সর্বস্তরের

হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস করে। বারটি ছিলো সোমবার। দুপুর ২টার পর থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই চাঁদপুরের জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলের সর্বস্তরের নেতা-কর্মী

নারী, পুরুষ রাস্তায় নেমে আসে। এ সময় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বাইতুল আমিন চত্বর এলাকাসহ পুরো শহর উল্লসিত ছাত্র- জনতার নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে। বিভিন্ন এলাকা থেকে বের করা হয় বিজয় মিছিল। এতে অংশ নেন নারী-শিশুসহ হাজার হাজার মানুষ। মাত্র আধ ঘণ্টার মধ্যে শহরের বাস স্ট্যান্ড, ইলিশ চত্বর, শপথ চত্বর ও মিশন রোড মোড়ে সমবেত হন হাজারো মানুষ। শহরের ইলিশ চত্বর এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিজয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ও মাথায় জাতীয় পতাকাসহ বিজয় উল্লাসে নানা স্লোগান দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে উল্লসিত জনতা খণ্ড খণ্ড বিজয় মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

এদিকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রাণহানি ও আন্দোলন সংগ্রামের পর বিজয় অর্জিত হওয়ায় তারা সাধারণ জনতাকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থীরাও হাতে-পায়ে, মাথায় ব্যান্ডেজ নিয়ে রাস্তায় নেমে আসেন। শিক্ষার্থীদের সাথে যোগ দেন তাদের শিক্ষক ও অভিভাবক।

চাঁদপুরের বিএনপি ও জামাত নেতৃবৃন্দ শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন এবং জাতীয় পতাকা হাতে ফ্যাসিবাদবিরোধী লড়াই সংগ্রামে বিজয়ী হবার উল্লাস প্রকাশ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরো জুলাই মাস ধরে আন্দোলন হয়। ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলা হয়।

এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে ৩৬ দিনের অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেয় সরকার।

ঘোষিত অনুষ্ঠানমালা অনুযায়ী ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়। একইদিনে জুলাই ক্যালেন্ডার দেয়া হয় এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হয়। এটি চলে ১ আগস্ট পর্যন্ত। এদিন জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু করা হয়।

অবশ্য প্রতিদিন এই অনুষ্ঠান ছিলো না। কয়েকদিন বিরতি দিয়ে অনুষ্ঠানমালার আয়োজন ছিল। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, তারপর ৭ জুলাই এবং তারপর ১৪ জুলাই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। শেষদিন অর্থাৎ ৫ আগস্ট (অনুষ্ঠানমালায় ৩৬ জুলাই) ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইস অব জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো’র আয়োজন করা হয়েছে। সেই আলোকে চাঁদপুরেও জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ ৫ আগস্ট প্রশাসনের মাধ্যমে সরকারি অনুষ্ঠানমালা এবং রাজনৈতিক দলের আয়োজনে থাকছে পৃথক কর্মসূচি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়