সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬:৪৫

ফরিদগঞ্জে জুলাই শহীদ শাহাদাতের স্মৃতিফলক উন্মোচন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে জুলাই শহীদ  শাহাদাতের স্মৃতিফলক উন্মোচন

জুলাই গণঅভ্যুত্থানে ফরিদগঞ্জে শহীদ হওয়া শাহাদাত হোসেন স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানার মোড়ে স্মৃতিফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, শহীদ শাহাদাত হোসেনের মা শিরোতাজ বেগম, নানী মমাতজ বেগম, মামা শাখাওয়াত হোসেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বাঙালি জাতি সাহসী জাতি। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্র-জনতা বিশেষ করে তরুণ সমাজ এগিয়ে এসেছে এবং নিজেদের বুকের রক্ত ঢেলে তা সফল করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তেমনই একটি সফল আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে ফরিদগঞ্জে নিহত হয়েছিলেন শাহাদাত হোসেন। শাহাদাত হোসেনের মায়ের অন্তরের হাহাকার আমাদের পক্ষে হয়তো বা কোনদিনও শোধ করা সম্ভব হবে না। তবে আমরা এইটুকু বলতে চাই, সরকার তাদের পাশে ও সাথে রয়েছে। আমাদের সাথে রয়েছেন সাহসী জুলাই যোদ্ধারা, তাদের দুর্দান্ত সাহসের কারণেই আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়