প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:৩৩
গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনর তিনশ’ গাছের চারা বিতরণ

ফরিদগঞ্জের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন ৩শ’ গাছের চারা বিতরণ ও রোপণ করেছে। সংগঠনটি বছরে প্রায় ৩/৪টি বড়ো আয়োজন করে, যা ইতোমধ্যে উপজেলার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
|আরো খবর
শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘গাছ লাগাই, সবুজে পরিবেশ সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও সোসাইটি অফ পুওর এন্ড হেল্পলেস-এর অর্থায়নে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষরোপণ ও বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, অ্যাড. মাসুদ গাজী, মো. আলী আসাদ, মোহাম্মদ নুরুজ্জামানসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ গাছের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজন শেখ, হুমায়ুন কবির, মামুন দেওয়ান, বোরহান উদ্দিন, মোহাম্মদ রাকিব, আব্দুল হান্নান প্রমুখ।