বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২১:৪৫

জিটি রোড উত্তরের যুবকরা জলাবদ্ধতা নিরসনে সিসি ড্রেন নির্মাণে পৌর প্রশাসকের দ্বারস্থ

মো. আবদুর রহমান গাজী ॥
জিটি রোড উত্তরের যুবকরা জলাবদ্ধতা নিরসনে সিসি ড্রেন নির্মাণে পৌর প্রশাসকের দ্বারস্থ
জিটি রোড উত্তরের যুবকরা জলাবদ্ধতা নিরসনে সিসি ড্রেন নির্মাণে পৌর প্রশাসকের দ্বারস্থ হয়েছেন। পাশে চলাচলের রাস্তা ও বাড়ির আঙ্গিনায় অল্প বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতার দৃশ্য। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর বিষ্ণুদী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই বাসা-বাড়িতে পানি উঠে, জনসাধারণকে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী পরিবহনে দেখা দেয় বিপত্তি। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) এলাকার সচেতন যুবকরা পৌর প্রশাসকের কার্যালয়ে যান। তারা বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে লিখিতভাবে একটি প্রস্তাবনা তুলে ধরেন এবং অবিলম্বে সিসি ড্রেন নির্মাণের দাবি জানান। তারা জানান, এই এলাকার মধ্যভাগ দিয়েই বয়ে চলেছে বিদ্যাবতী খাল। এটিকে কেন্দ্র করে একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা গেলে জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে।

পৌর প্রশাসক যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নাগরিক অংশগ্রহণই টেকসই উন্নয়নের ভিত্তি। তিনি এলাকাবাসীর সাথে একমত পোষণ করে আশ্বাস দেন যে, অগ্রাধিকার ভিত্তিতে জিটি রোড উত্তর এলাকায় সিসি ড্রেন নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রকৌশল বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশও দেন তিনি। এলাকার যুবকদের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শুরুর প্রত্যাশা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়