মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪:০৭

সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া

সাংবাদিকরা জাতির দর্পণ। তাঁদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সাংবাদিকরা দেশের কেন্দ্র অর্থাৎ জাতীয় পর্যায়ে থেকে প্রান্তিক জনপদের প্রতিটি কোণ ছুঁয়ে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে নিয়ে আসেন। জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা যে অদম্য সাহসিকতার সঙ্গে সবিস্তার তথ্য-উপাত্ত তুলে ধরেন, তা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে। ক্ষমতাশালী মহলের চাপ, হুমকি কিংবা হামলা-মামলার ভয় উপেক্ষা করেই তাঁরা নিরলসভাবে কাজ করেন। ফলে সরকারের পক্ষে বাস্তব চিত্র অনুধাবন করা সহজ হয়, যা নীতি-নির্ধারণী ক্ষেত্রে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে 'দৈনিক একাত্তর কণ্ঠ'

পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান এবং সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আইয়ুব ভূঁইয়া আরও বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যম সমাজের অসংখ্য সমস্যার সমাধানে এবং দেশের সার্বিক উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখছে। তিনি বলেন, শুধুমাত্র জাতীয় পর্যায়ের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার পাশাপাশি মফস্বল বা স্থানীয় পর্যায়ের সংবাদপত্রগুলোও সীমিত সম্পদ ও শত প্রতিকূলতার মধ্যেও নিয়মিত পত্রিকা প্রকাশ এবং প্রচার অব্যাহত রেখে জনসেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। তাঁর মতে, সারাদেশের গণমাধ্যমকর্মীদের বিদ্যমান সমস্যাগুলো অনুধাবন করা এবং সেগুলোর বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি। কেননা গণমাধ্যমকে বিশেষ পেশা হিসেবে গুরুত্ব ও মর্যাদা না দিলে রাষ্ট্র

এবং জনগণ অনেক তথ্য জানা থেকে বঞ্চিত হয়ে অন্ধকারেই থেকে যাবে। তিনি জানান, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকে একত্রিত করে ঐক্যবদ্ধ কাজের একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলাই বর্তমান প্রজন্মের গণমাধ্যম নেতাদের অন্যতম লক্ষ্য।

জাতীয় গণমাধ্যম নেতা আইয়ুব ভূঁইয়া আরও বলেন, আমরা মফস্বলের সাংবাদিকদের কখনোই আলাদা চোখে দেখি না। বরং জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তাঁদেরও সমান গুরুত্ব দিয়ে দেখি। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের যথাযথ উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতি সম্ভব। সাক্ষাৎ শেষে তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্যে সংবাদকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সংবাদ পরিবেশন করলেই গণমাধ্যম জাতির আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। পরিশেষে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমার ৪০ বছরের সাংবাদিকতার জীবনে আমি যৌক্তিক ও বাস্তবতার আলোকে সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম ও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

সাক্ষাৎ এবং আলোচনা শেষে চাঁদপুর থেকে প্রকাশিত 'দৈনিক একাত্তর কণ্ঠ' পত্রিকার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন 'দৈনিক একাত্তর কন্ঠ' পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, উপদেষ্টা সম্পাদক প্রফেসর ড. মো. লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, পত্রিকার শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষে এ.কে.এম. দিদারুল আলম, পত্রিকার বিশেষ প্রতিনিধি মশিউর আনন্দ, পত্রিকার ঢাকা অফিস প্রধান সাখাওয়াত হোসেন মানিক, স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান আমিন, ঢাকাস্থ বঙ্গবাজার 'এনেক্স টাওয়ার' ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. রুস্তম আলী, ফরিদগঞ্জ উপজেলাস্থ

আস্টা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়