প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১:৫৫
হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহে পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলায় প্রায় ১ হাজার ২শ’ সেবাগ্রহীতা ভূমি সেবা গ্রহণ করেন। উপজেলা ভূমি অফিসের বাতিঘরে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপ্রধানে মঙ্গলবার (২৭ মে ২০২৫) আয়োজিত ভূমি সেবা সপ্তাহের শেষ দিনে আগামী প্রজন্মকে ডিজিটাল ভূমি সেবার বিষয়ে অবহিত করার লক্ষ্যে ব্যতিক্রম আয়োজন করে উপজেলা ভূমি অফিস। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ ভূমি অফিসের অন্য কর্মকর্তাবৃন্দ।