শুক্রবার, ২৩ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৪:২৮

১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে গেছে

ছেংগারচর বাজারে  অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে গেছে
মাহবুব আলম লাভলু

মতলব উত্তরে ছেংগারচর বাজারে এক অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে গেছে।শুক্রবার (২৩ মে ২০২৫) রাত আড়াইটায় ছেংগারচর বাজারে তরকারি পট্টির শাহজালাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

জানা যায়, শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন আগুন দেখে চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা পুলিশসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

আগুনে আবুল কালামের জুতার দোকান, জহিরের চা দোকান, ইউনুছ মাস্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুনের ক্ষয়ক্ষতি হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ছেংগারচর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানাই। থানা পুলিশসহ সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়