প্রকাশ : ১৪ মে ২০২৫, ২১:৫৯
আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি আটক

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু মাঝিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়ার নেতৃত্বে চাঁদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী এলাকার শাহী জামে মসজিদের সম্মুখ থেকে মঞ্জু মাঝিকে আটক করা হয়। এ বিষয়ে ওসি বলেন, আটক ব্যক্তির বিষয়ে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।