প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০৮
বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী সাধন সরকার বেঁচে নেই

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাধন সরকার আর বেঁচে নেই। রোববার (১১ মে ২০২৫) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ১ ছেলে রেখে যান। তাঁর মৃত্যুর খবর শুনে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং তাঁকে এক নজর দেখার জন্যে অসংখ্য সংস্কৃতি কর্মী তাঁর বাসায় ছুটে যান। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির সঙ্গে সকলের নিবিড় সম্পর্ক ছিলো। রাষ্ট্রীয় মর্যাদাশেষে চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি প্রতি শুক্রবার চাঁদপুর সাহিত্য একাডেমীতে চিত্রকলা নামে প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের চিত্রাঙ্কন শেখাতেন। তাঁর মৃত্যুতে সাহিত্য একাডেমী চাঁদপুরের সাবেক মহাপরিচালক কাজী শাহাদাত গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
|আরো খবর
সাধন সরকারের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাতে তাৎক্ষণিক সেখানে ছুটে যান বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্যিক কাদের পলাশ, চিত্রশিল্পী অজিত দত্ত, নাট্যকর্মী আলমগীর হোসেন, কবি ও সাহিত্যিক মুহাম্মদ ফরিদ হাসান, সাহিত্যিক ও অনুবাদ মাইনুল ইসলাম মানিক, প্রাবন্ধিক উজ্জ্বল হোসাইন, স্বপন ভঞ্জ, জয়রাম, সুমন সরকার জয় প্রমুখ।