প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:১৯
বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটওয়ারীর জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ
শিক্ষকতা পেশায় তিনি শত শত ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন
......... অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটোয়ারীর জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। বুধবার (৭ মে ২০২৫) হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেন।
পরে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকাল ৮ টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৪ বছর।
মরহুম মোহাম্মদ আলী পাটোয়ারী তাঁর সুশিক্ষিত ৭ ছেলে ও এক কন্যা সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটোয়ারীর মৃত্যুর সংবাদ শুনে তাঁর জানাজার নামাজে বিশিষ্ট ও গুণীজন অংশগ্রহণ করেন। এ সময় তাঁর কর্ম জীবন নিয়ে গুণীজনরা স্মৃতিচারণ করেন।
তাঁদের অন্যতম চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, মোহাম্মদ আলী পাটওয়ারী ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ ও নিষ্ঠাবান মানুষ। তাঁর সারাজীবন ছিলো ইসলামী আদর্শ ও নৈতিকতার প্রতিচ্ছবি।
শিক্ষকতা পেশায় তিনি শত শত ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন এবং একই সাথে নৈতিকতা ও চরিত্র গঠনে উৎসাহিত করেছেন। তিনি আরো বলেন, মরহুম মোহাম্মদ আলী পাটওয়ারী শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক ও ইসলামী আন্দোলনের একজন সক্রিয় নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন আলোকিত মানুষকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের সক্ষমতায় আল্লাহর সাহায্য কামনা করেন এবং শোকাহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মো. মিজান মালিক, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট আবদুল কাদের খান, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. ইউসুফ গাজী প্রমুখ।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।