প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:৩৮
ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ২

কচুয়ায় নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। তার বয়স ২৬ বছর। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দু যুবককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।
তিনি জানান, গৃহবধূর মেডিকেল রিপোর্টের জন্যে হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগের ভিত্তিতে কচুয়া উপজেলার হাড়িচাইল মুন্সী বাড়ির মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, গেল ১৭ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার ছেলে ইব্রাহীম (১০) মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হলে গ্রেফতারকৃত মহসিন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির আরিফের পরিত্যক্ত বসত ঘরে ছেলে লুকিয়ে আছে বলে তথ্য দেয়। ছেলেকে খুঁজতে ঘটনাস্থলে ঘরের ভেতরে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।
এ বিষয়ে বৃহস্পতিবার (১ মে ২০২৫) কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (৩) ধারায় মামলা করেন ওই গৃহবধূ।