প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫২
কৃষকদের মাঝে আউশ চাষের প্রণোদনা বিতরণ
বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ বাড়াতে হবে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর উপজেলার উফশী আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রণোদনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন ও কৃষক প্রতিনিধি তারিক মাহমুদ।
কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উফশী আউশ বি-৪৮,৮৫,৯৮
জাতের ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়। এ ভাবে ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য চাহিদা মিটাতে ধান উৎপাদন বৃদ্ধিকল্পে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ বাড়াতে হবে। সরকার আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্যে প্রণোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে কৃষকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আউশ ধান উৎপাদন ও কৃষি উন্নয়নে এগিয়ে আসতে হবে।