প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩৭
শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আমার স্বপ্ন এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে : মো. শাহাবুদ্দিন অনু

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মনোরম পরিবেশ ও নান্দনিক সৌন্দর্যে গড়ে তোলা আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নানা প্রতিযোগিতা ও সবশেষে আকর্ষণীয় ইভেন্ট ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাহাবুদ্দিন অনু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন অনুর কনিষ্ঠ পুত্র মো. ফাইয়াজ শাহাবুদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান শাহেদ রায়হান কালু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোরসালিন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব সাহা, ক্রীড়া সংগঠক মারজুক মুঈদ ঐশ্বর্য, জিহান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা লাকি আক্তার।
পরে মেধা পুরস্কারসহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার আগমনে শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে অতিথিবর্গকে স্বাগত জানায়।
এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি দেশবরেণ্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন অনু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার স্বপ্ন এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে। সেই অনুপ্রেরণা ও আকাঙ্ক্ষা থেকে আমি এই স্কুলটি প্রতিষ্ঠা করি। মেয়েদের জন্যে একটা হাইস্কুল করারও আমার ইচ্ছা রয়েছে। আমরা সবাই মিলেমিশে থাকবো, স্কুলটি বড় করবো। সবার সহযোগিতা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে আশা করছি।