প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩১
নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা বুকের তাজা রক্ত দিয়ে হলেও রুখবো : ছারছীনার পীর ছাহেব

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) নারী কমিশনের রিপোর্ট প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশের জন্যে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি সুস্পষ্টভাবে বলেন, নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা বুকের তাজা রক্ত দিয়ে হলেও রুখবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ইসলামে বিবাহ বহির্ভূতভাবে যৌনাচারের কোনো সুযোগ নেই। পশ্চিমা দুনিয়ার অবাধ উলঙ্গ সংস্কৃতির প্রভাবে তাদের এদেশীয় এজেন্টরা কূটকৌশলে পতিতাবৃত্তির স্বীকৃতি এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়ার চক্রান্ত করছে। এদেশের শতকরা নব্বই ভাগ ইসলামি জনতা এ ধরনের অপতৎপরতা রুখে দিবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, “ধান ভানতে শিবের গীত” গাওয়ার মত নারীদের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির প্রস্তাব পাশ কাটিয়ে বিবাহ বহির্ভূত যেীনাচারের স্বীকৃতির প্রস্তাব এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়া খুবই দুঃখজনক।
তিনি প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে নারী সংস্কার কমিশনের এ বিতর্কিত প্রস্তাবনা বাতিল করান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে ইসলামবিরোধী অপতৎপরতা রোধ করা হবে।
তিনি সকল ইসলামি সমমনা দল ও গোষ্ঠীকে বিতর্কিত এ নারী সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে সোচ্চার হতে উদাত্ত আহ্বান জানান।