প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৭:৪২
চাঁদপুর পৌরসভার অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মিনি ট্রাক, পিকআপ মালিক- ড্রাইভারদের মানববন্ধন

চাঁদপুর পৌরসভার অতিরিক্ত টোল আদায় ও মালিক-চালকদের ওপর নিপীড়ন বন্ধের দাবিতে এবার মিনি ট্রাক, পিকআপ মালিক- ড্রাইভারদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকালে বাবুরহাট-মতলব সড়কে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা পৌর টোলের বিষয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে তাদের এই বিষয়টি চাঁদপুর সেনা ক্যাম্প ও জেলা প্রশাসককে অবগত করার জন্যে মিছিল করে মিনি ট্রাক, পিকআপ মালিক ও ড্রাইভারগণ সেখানে যায়।