মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৭:১০

পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাংচুর

পরীক্ষা খারাপ হওয়ায়  পরীক্ষা  কেন্দ্রে ভাংচুর
হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাংচুরের দৃশ্য।
কামরুজ্জামান টুটুল

চলমান এসএসসি পরীক্ষার সোমবার অনুষ্ঠিত গণিত পরীক্ষা খারাপ হয়েছে এমন অজুহাতে পরীক্ষা কেন্দ্রে ভাংচুর চালায় পরীক্ষার্থীরা। এতে করে চেয়ার টেবিল ও বসার বেঞ্চের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরীক্ষার্থীরা সটকে পড়ে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) গণিত পরীক্ষা শেষে এমন ঘটনা ঘটে হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন তেমন একটা কমন পড়েনি পরীক্ষার্থীদের। এ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে একটা ক্ষোভ দেখা গেছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। তারই জেরে গণিত পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রেই ভাংচুর করে পরীক্ষার্থীরা।

রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়ার সুবিধার্থে পাশের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোতলা একটি ভবনকে ব্যবহার করা হচ্ছে। দোতলায় ভবনটির একাধিক রুমে নিয়মিত পরীক্ষা নেয়া হচ্ছে। সোমবার পরীক্ষা শেষে দোতলার বেশ কিছু চেয়ার টেবিল আর বেঞ্চ ভাংচুর করে খোদ পরীক্ষার্থীরা। বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের উল হক জানান, এসএসসি পরীক্ষার পর পর হঠাৎ করে শুনি আমাদের প্রাইমারী স্কুলে দক্ষিণের দোতলা ভবনে ব্যাপক ভাংচুর হচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে গিয়ে দেখি পরীক্ষার্থীরা নেমে যাচ্ছে। পরে দেখি, আমাদের বেশ কিছু চেয়ার, টেবিল ভাংচুর করে পরীক্ষার্থীরা। বিষয়টি আমি রামপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষকসহ আমার অফিসারকে জানিয়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কবির হোসেন বলেন, আজকে ছিলো গণিত পরীক্ষা। পরীক্ষা শুরু থেকে কেন্দ্রে প্রশাসনের লোকজনের সক্রিয় উপস্থিতি ছিলো ব্যাপক। খাতা জমা নেবার সাথে সাথে পরীক্ষা খারাপ হইছে এমন অজুহাতে প্রাইমারী স্কুল ভেন্যু কেন্দ্রে কিছু ভাংচুর ও হট্টোগোল করে পরীক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারসহ সমন্বয় করে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়