সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২১:৪৩

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় চাঁদপুর শহর রক্ষা প্রকল্প কাজ শতভাগ স্বচ্ছতার সাথে করার তাগিদ

জেলার উন্নয়নে সকলের সমন্বয়ের বিকল্প নেই : জেলা প্রশাসক

জেলার উন্নয়নে সকলের সমন্বয়ের বিকল্প নেই : জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল-২০২৫-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সরকারি সকল সেক্টরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্যে ছিলো : চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস মে-জুন বাকি। যেসব সরকারি দপ্তরের উন্নয়ন কাজ চলমান রয়েছে, তা যেনো যথানিয়মে যথাসময়ে বাস্তবায়ন সম্পন্ন করা হয়। চাঁদপুর শহর রক্ষা বাঁধসহ নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের বড়ো ধরনের উন্নয়ন প্রকল্প কাজ এখন চলমান। এই কাজ যেনো শতভাগ স্বচ্ছতার মধ্যে হয়। এছাড়া আলোচনা হয়েছে : চাঁদপুর জেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনদের যেনো হয়রানির শিকার হতে না হয় সেদিকে তত্ত্বাবধায়কের নজরদারি বাড়ানো। যেসব সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ দরকার, সেগুলোসহ সরকারি কর্মকর্তাদের মানসম্মত আবাসন ব্যবস্থাগ্রহণের বিষয়টিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হয়। চাঁদপুর শহরের সমস্যাক্রান্ত রাস্তাগুলোর দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়ার জন্যে পৌর প্রশাসককে গুরুত্বের সাথে বলা হয়। বোরো মৌসুমে কৃষকের পাকা ধানের জমি প্রাকৃতিক কারণে জলাবদ্ধতার শিকার যেনো না হয় এ ব্যাপারে কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডকে দেখতে হবে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশুর বিষয়ে খোঁজখবর নিতে এবং মেডিকেল টিম গঠনের জন্যে প্রাণিসম্পদ বিভাগ কর্মকর্তার দৃষ্টি কামনা করা হয়।

সভায় আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হেসেন, সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, এনএসআই'র যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহজালাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের মোহাম্মদ ফয়জুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াকিউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, মেঘনা ধনগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু জাহের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক প্রমুখ।

সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। কোনো দপ্তরের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করবো, যাতে করে এই জেলার উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। তিনি আরো বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ে কাজ করার বিকল্প নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়