রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১:২৪

দুর্নীতিতে হ্যাট্রিক করা একক কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন হবে না : মাওলানা মাকসুদুর রহমান

দুর্নীতিতে হ্যাট্রিক করা একক কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন হবে না : মাওলানা মাকসুদুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, দুর্নীতিতে হ্যাট্রিক করা একক কোনো রাজনৈতিক দলের কথায় সংস্কার ছাড়া বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ২০০১ সালের কথা ভুলে যান। এখন গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে সবকিছু নতুন করে দেখতে চায় দেশের জনগণ। কথিত মূল্যবোধের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর কথা ভুলে যান। আপনাদের শাসনামলে অবিচার অত্যাচার আর দুর্নীতির কথা মানুষ মোটেও ভুলে যায় নি। আপনারা প্রত্যাখ্যাত হবেন এবং আপনাদের সহযোগীরাও প্রত্যাখ্যাত হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেশে কী পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, ইউনিয়ন পরিষদ থেকে গরিবের মাল লুট করেছেন তা জনগণ স্বচক্ষে দেখেছে। আপনারা তড়িঘড়ি করে

ক্ষমতায় আসার জন্যে এতো ব্যাকুল হলেন কেনো তা মানুষ জানে।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ ও বামুকের সাবেক বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস মোল্লা।

উপজেলা আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও সদস্য হাফেজ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুস সালাম, মাস্টার সিদ্দিকুর রহমান, মুফতি ইকবাল হোসাইন, হাফেজ ইউনুস আহমাদ প্রমুখ।

উপজেলা মজলিসে শুরা অধিবেশন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য হাফেজ মাওলানা ফারুক আহমাদকে সভাপতি, মাস্টার সিদ্দিকুর রহমান ও মুফতি ইকবাল হোসাইনকে সহ-সভাপতি, হাফেজ ইউনুস আহমাদকে সেক্রেটারি এবং হাফেজ সাইফুল ইসলামকে জয়েন্ট সেক্রেটারি করে কমিটি ঘোষণা করেন ও শপথ পড়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়