রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১:১০

শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার ও কৃতী শিক্ষার্থী  সংবর্ধনা
শাহরাস্তি ব্যুরো

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ায় অবস্থিত শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিদ্যানিকেতনের অধ্যক্ষ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জেড ইসলাম এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার মো. ফখরুল আলম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার জিএম হাসান মাহমুদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, মো. মনির হোসেন, সোনালী ব্যাংক ম্যানেজার মো. হাসান মজুমদার। সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সাধু, সদস্য প্রফেসর আহম্মেদ উল্লাহ, ব্যবসায়ী এমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে বিদ্যানিকেতন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়