প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১:০৪
ইমাম-আলেমদের সংবর্ধনা : আলোকিত সমাজ গঠনে ‘আলোর ছোঁয়া’র ব্যতিক্রমী উদ্যোগ
ভালো মানুষের সংখ্যা যতো বাড়বে, হিংসা-বিদ্বেষ ততো কমবে : ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

'আলোকিত মানুষ, আলোকিত সমাজ' এই স্লোগানে চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘আলোর ছোঁয়া’র উদ্যোগে ইমাম ও আলেমদেরকে সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইমাম ও আলেমদের সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। তিনি ইমাম-আলেমদের সমাজে নৈতিকতা, শান্তি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকার প্রশংসা করেন এবং আলোর ছোঁয়া সংগঠনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার।
আলোর ছোঁয়ার উপদেষ্টা মাও. মো.মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও মনোহরখাদী বেপারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. হাফেজ মো. রুহুল আমিন মেহেরপুরী, বিষ্ণুপুর গাউছিয়া জামে মসজিদের খতিব মাও. মো. আবু সুফিয়ান আল আবেদী, মধ্য মনোহরখাদী বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. সুলতান মাহমুদ, সুন্নাহ টিভি বাংলা চ্যানেলের পরিচালক মুফতি আবু বকর বিন ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিষ্ণুপুর ইউনিয়ন জামে মসজিদের খতিব মাও. আক্তার হোসেন। প্রিয় নবীর শানে নাতে রাসুল পরিবেশন করেন জুলফিকার হামদ-না'ত গজল পরিবেশক দলের সদস্য মো. কবির হোসেন।
অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেমদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। পরিশেষে নির্বাচিত ইমাম ও আলেমদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো চাঁদপুর প্রেসক্লাব, দৈনিক চাঁদপুর কন্ঠ ও সুন্নাহ টিভি বাংলা।
প্রধান অতিথি ইউএনও বলেন, ত্রুটি-বিচ্যুতি নিয়েই একটি সমাজ। এই ত্রুটির মধ্যেও যে আলোকিত মানুষ হয়ে উঠেন, সমাজ তাঁকে সম্মান করে। জনবহুল এলাকায় অসংগতি বেশি থাকাটাই স্বাভাবিক। তবে এগুলো মোকাবেলা করে এগিয়ে যাওয়াই মানবিক সমাজের লক্ষ্য হওয়া উচিত। তিনি আরো বলেন, ইসলাম সবসময় অন্যের সুখ-দুঃখ নিয়ে চিন্তা করে। আর এ কারণেই ইসলাম শান্তির ধর্ম। ‘আলোকিত মানুষ, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে বিষ্ণুপুর থেকে যে সামাজিক আলোর ছোঁয়ার যাত্রা শুরু হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি চাই, এই আলো ছড়িয়ে পড়ুক সারা বাংলায়। ভালো মানুষের সংখ্যা যতো বাড়বে, হিংসা-বিদ্বেষ ততো কমবে। যারা অপরাধে লিপ্ত, তাদের উচিত নিজেদের সংশোধন করা। যদি সমাজ ভালো থাকে, তবে আমাদের ঘুমও শান্তিময় হবে।
ছবির ক্যাপশন।। আলোর ছোঁয়া সামাজিক সংগঠনের আয়োজনে বিষ্ণুপুর ইউনিয়নে ইমাম ও আলেমদের সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।