রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২০:৩৩

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাদল মজুমদার

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিদপ্তরের উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল (বালক) খেলায় অংশগ্রহণ করে মৈশাদী উচ্চ বিদ্যালয় বনাম ডিএন উচ্চ বিদ্যালয়। মৈশাদী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএন উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ফাইনাল (বালিকা) খেলায় অংশগ্রহণ করে বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমী বনাম বাবুরহাট স্কুল এন্ড কলেজ। খেলায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীকে হারিয়ে বাবুরহাট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী ক্রিকেট কোচ শামীম ফারুকীসহ অংগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক প্রমুখ।

খেলায় ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হচ্ছে : বাবুরহাট স্কুল এন্ড কলেজ, মৈশাদী উচ্চ বিদ্যালয়, বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমী ও ডিএন উচ্চ বিদ্যালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়