প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫২
তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকটকে আরো প্রলম্বিত ও ভয়াবহ করে তুলবে
-----ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা ও নতুন শিল্পে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান ও বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল।
|আরো খবর
সভা পরিচালনা করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য সুশান্ত সিনহা সুমন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম ও বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী পথ অনুসরণ করে সরকার ৮ মাসের শাসনকালে ইতোমধ্যে দুবার তেলের দাম বৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধি জনজীবনে সংকটকে আরও তীব্র করবে। অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প খাতের পরিবর্তে চোরাকারবারি-ফটকা বাজারে বিনিয়োগে উৎসাহিত করবে। এতে করে কর্মসংস্থান আরও সংকুচিত করে বেকারত্বের পরিধিকে লম্বা করবে। এছাড়া এই ব্যয় বৃদ্ধিও জনগণের ঘাড়ে চাপাবে। সরকার মুখে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার জন্যে লোক দেখানো আহ্বান করছে, অন্যদিকে সিদ্ধান্ত নিচ্ছে উল্টোটা। কার্যত গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের অদূরদর্শিতা ও দ্বিচারিতারই বহিঃপ্রকাশ।সরকারিভাবে যেখানে কৃষক থেকে ধান সংগ্রহ বাড়ানোর কথা, সেখানে এই মৌসুমে পূর্বের চেয়ে অর্ধেকে নামিয়ে এনেছে। যা ফড়িয়াদেরই উপকৃত করবে। একইসাথে নিত্যপণ্য ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, বেকারত্ব, দারিদ্র্য ও নৈরাজ্যকে আরো প্রলম্বিত ও ভয়াবহ করে তুলবে। নেতৃবৃন্দ অবিলম্বে এ সমস্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।