শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:২৮

কচুয়া পৌরসভায় সরকারি বিধি মোতাবেক টোল আদায়

মো. নাছির উদ্দিন
কচুয়া পৌরসভায় সরকারি বিধি মোতাবেক টোল আদায়

কচুয়া পৌরসভায় সরকারি বিধি মোতাবেক টোল আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পয়লা বৈশাখ থেকে কচুয়া পৌরসভা এলাকায় সিএনজি অটোরিকশা, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক পৌরসভার দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পয়লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্যে টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের হাট-বাজার ইজারা নীতিমালা অনুযায়ী দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন হাট-বাজার সমূহ ইজারা দেয়।

ইজারা থেকে প্রাপ্ত অর্থ উন্নয়ন কাজে ব্যয় করা হয়। এ ধারাবাহিকতায় পৌরসভাসমূহ তার নিজ নিজ এলাকা হতে সরকার নির্ধারিত ২৯টি খাতে কর, উপকর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হতে অর্থ আদায় করে।

এদিকে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাস দেখা গেছে। এ টোল আদায়কে অনেকে চাঁদাবাজি বলে উল্লেখ করায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ বিষয়ে পৌরসভায় যোগাযোগ করা হলে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান , এটা চাঁদাবাজি নয়, সরকারি বিধি মোতাবেক টোল আদায় হচ্ছে।

তিনি আরো জানান, পরবর্তীতে দরপত্রের শর্তানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন এবং দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পয়লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্যে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়। সেই কার্যাদেশ অনুযায়ী একটি যানবাহন থেকে দিনে একবার নির্ধারিত হারে টোল আদায় করেন ইজারাদার।

ইজারাসহ পৌরসভা যে ২৯টি খাত থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থসহ সরকারি বরাদ্দ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সুতরাং টোল আদায়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

নিয়মিত কর ও ট্যাক্স পরিশোধ করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়