প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৮:৪৪
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়াতুল বিদার বিশাল জামাত

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অসংখ্য মুসল্লির অংশগ্রহণে জুময়াতুল বিদার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জুময়াতুল বিদার জামাতে অংশগ্রহণের লক্ষ্যে বেলা ১১ টার মধ্যেই মূল মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামাতশেষে মোনাজাতে আল্লাহর কাছে নিজ নিজ গুনাহ মাফ চেয়ে মুসল্লিদের কান্নায় মসজিদ এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। জামাতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার মধ্যেই দলে দলে মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করছেন এবং চোখের পলকে মসজিদের প্রধান অংশ পূর্ণ হয়ে যায়। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে মুসল্লিরা মসজিদের দ্বিতীয় তলা, মসজিদ মাঠ, পার্শ্ববর্তী কওমী মাদরাসা, আলিয়া মাদরাসা, টাওয়ার মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, হযরত মকিমউদ্দিন শপিং সেন্টারের বহুতল ভবন, পৌর সুপার মার্কেট এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পুরো হাজীগঞ্জ বাজার এলাকায় নামাজ আদায় করেন । এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
জুমাতুল বিদার জামাতশেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়াতুল বিদায় অসংখ্য মুসল্লির নামাজ আদায় প্রসঙ্গে মসজিদের মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো জুময়াতুল বিদায় মসজিদ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাগ্রহণ করেছে। মাঠে নামাজ পড়ার জন্যে প্যান্ডেল ও ফ্যানের ব্যবস্থা করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, অজুর পানি সহ প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা ছিলো। সব মিলিয়ে আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ্ এস্টেটের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ধর্মপ্রাণ মুসল্লিরা জুময়াতুল বিদার জামায়াতে সুন্দরভাবে অংশ নিতে পেরেছেন। এতো বড় বিশাল আয়োজনে সহযোগিতা করার জন্যে তিনি হাজীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।