সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২২:৩০

মতলব উত্তরে বিএনপির ইফতার মাহফিল

সংগ্রাম জুলুম-নির্যাতন ও ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ : উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান

সংগ্রাম জুলুম-নির্যাতন ও ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ : উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বুধবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নান ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতু।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সাবেক ছাত্রনেতা মরহুম রাশেদুজ্জামান সবুজের আত্মার মাগফিরাত কামনা ও ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিছুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল আবেদীন পিনু ও বিএনপি নেতা বোরহান উদ্দিন সরকার।

অ্যাড. ফজলুল হক সরকার হান্নান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন- সংগ্রাম, মামলা-হামলা, জুলুম-নির্যাতন, '২৪ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে আজকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। যে আন্দোলনে আমাদের প্রাণের নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের দলের নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ, যা আমরা ভুলে যেতে পারি না। যে আন্দোলনে আমাদের ৮ শতাধিক নেতা-কর্মীর প্রাণহানি ঘটেছে।

অ্যাড. ফজলুল হক সরকার হান্নান আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে আমরা অবশ্যই দোয়া করবো। আমরা দোয়া করবো আমাদের নেতা তারেক রহমান যেনো সকল মিথ্যা মামলা থেকে মুক্তি পায় এবং অচিরেই আমাদের মাঝে ফিরে আসেন। কেননা, বাংলার মানুষ এখন তাঁর অপেক্ষায় আছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন হামলা-মামলা, জুলুম-নির্যাতন এবং একাধিকবার কারাভোগ করেও বৃহত্তর মতলবে বিএনপির রাজনীতিকে টিকিয়ে রাখতে কাজ করে গেছেন। আমরা চাই সময় আসলে তিনি যেনো রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে এই বৃহত্তর মতলববাসীকে সেবা করে যেতে পারেন। সকলের সহযোগিতায় তিনি যেনো ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার উনার যে অভ্যাস তা যেনো অব্যাহত রাখতে পারেন। তিনি ওমরাহ পালনের জন্যে এখন সৌদি আরবে আছেন এবং আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পৌঁছে দিতে বলেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়