প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১:৩০
ঈদের জামাত সকাল ৮টায়
চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা ও ইফতার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকেলে বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকাস্থ কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের বাসায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে এবার ঈদের নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে চাঁদপুর স্টেডিয়ামে। চাঁদপুর আউটার স্টেডিয়াম সংস্কার না থাকায় আয়োজকরা স্টেডিয়ামকে বেছে নিয়েছেন।
ঈদ জামাত কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন ও শোয়েবুর রহমান। বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা আ. রশিদ সর্দার, প্রফেসর মামুনুর রশিদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাড. আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, অ্যাড. আক্তার সরকার, মাহমুদ আহমেদ মিঠু, গোলাম মর্তুজা চৌধুরী আপেল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক মো. শরীফ সরকার, সহ-প্রচার সম্পাদক মোরশেদ আলম খান, সদস্য রেজাউর রহমান রেজু, অ্যাড. গোলাম মর্তুজা, মোস্তফা কামাল, জাহাঙ্গীর মুন্সি, আবু নাসের চয়ন, কামাল খান, ইউসুফ (প্রিন্স), হেলাল পাটোয়ারী প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে চাঁদপুর স্টেডিয়ামে আদায় করবো। সভায় সর্বসম্মতিক্রমে জামাতের সময় সকাল ৮টায় নির্ধারণ করা হয়। তবে এই সময় পরিবর্তনও হতে পারে। ঈদের জামাত নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।