রবিবার, ২৩ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১২:০৯

হাজীগঞ্জে গভীর রাতের ভয়াবহ আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান।। ক্ষতি কোটি টাকা

হাজীগঞ্জে গভীর রাতের ভয়াবহ আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান।। ক্ষতি কোটি টাকা
কামরুজ্জামান টুটুল

গভীর রাতে লাগা ভয়াবহ আগুনে পুড়েছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। শনিবার (২২ মার্চ ২০২৫) এমন ক্ষতি হয়েছে হাজীগঞ্জ শহরের শহীদ আলী আজ্জম সড়কের পৌর মার্কেটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে টাইলস এন্ড স্যানিটারি, দলিল লিখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, কনফেকশনারি দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন দলিল লিখকের প্রায় ১০ হাজার দলিল ও স্ট্যাম্প বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান রযেছে। এতে করে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এদিন রাতে পৌর মার্কেটে আগুন দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেন এবং লোকজনের ডাক-চিৎকারে স্থানীয় সবাই জড়ো হয়।

প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন জানান, আগুন দেখেই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় তরুণ ও যুবকদের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর মধ্যে আগুনে ১৭টি দোকানঘর ও দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে অধিকাংশ দলিল লেখকদের ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। যেখানে অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিলসহ বহু নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার মেশিন, টাইলস ও স্যানিটারি দোকান এবং কনফেকশনারি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে নাশকতা বলে দাবি করেন অনেকে।

এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ ক'জন তরুণ ও যুবক আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়