মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:০৫

জাটকা রক্ষা কর্মসূচির জেলে চাল বিতরণ

বিএনপির দু গ্রুপে সংঘর্ষ : আহত ১০

বিএনপির দু গ্রুপে সংঘর্ষ :  আহত ১০
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির জেলেদের (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে।

সোমবার (১৭ মার্চ ২০২৫ ) দুপুরে বহরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার ৩ ও ৯ নং ওয়ার্ডে জেলেদের চাল বিতরণকালে এই ঘটনা ঘটে। আহতরা হলেন : বহরিয়া এলাকার আক্কাছ খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

স্থানীয়রা জানায়, এই ইউনিয়নে প্রায় সাড়ে চার হাজারের অধিক জেলে কার্ড। গত ২/৩দিন যাবত এখানে জাটকা রক্ষার জেলে চাল বিতরণ করা হচ্ছে। একেকদিন একেক ওয়ার্ডের জেলেদের চাল দেয়া হয়। কিন্তু যাদের কোনো জেলে কার্ড নেই তারা চালের বস্তা নিয়ে যাচ্ছিল। এমন ঘটনাকে কেন্দ্র করে চাল বিতরণে প্রভাব ও এলাকার আধিপত্য বিস্তার করা নিয়ে এখানে তুমুল মারামারির ঘটনা ঘটে। এই ইউনিয়নে বিএনপির একাধিক গ্রুপিং রয়েছে।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ৩ ও ৯ নং ওয়ার্ডের জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দুপক্ষের হাতাহাতির এক পর্যায়ে কার্ডধারী ও কার্ড ব্যতীত জেলেরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র এবং টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাব্বি নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, চাল বিতরণকালে আমি পরিষদের দোতলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মেইন গেট বন্ধ করে চাল দেয়া বন্ধ রাখা হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা আমি জানি না। বর্তমানে ইউনিয়নের চাল দেয়া বন্ধ রয়েছে।

এদিকে সংঘর্ষের সময় গেট বন্ধ রাখার কারণে চাল নিতে আসা কিছু লোক পরিষদের ভেতরে আটকা পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ তাদেরকে পরিষদ থেকে বের হয়ে যেতে সহায়তা করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুপক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়