রবিবার, ১৬ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২০:১৭

মতলব উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলো ৪৪ হাজার ৮ শ' শিশু

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণে ভিটামিন ‘এ’-এর গুরুত্বে মায়েদের সচেতন করতে হবে

----- ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু ।।
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণে ভিটামিন ‘এ’-এর গুরুত্বে মায়েদের সচেতন করতে হবে
মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তর উপজেলার ৪৪ হাজার ৮শ' শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন 'এ' ক্যাপসুল। শনিবার (১৫ মার্চ ২০২৫) উপজেলার কেন্দ্রগুলোতে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া।

উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোবারক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুভাষ চন্দ্র সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রোকেয়া বেগম, শাহনাজ আক্তার, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকগণ।

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫ হাজার ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫শ' শিশুদের নীল ক্যাপসুল এবং ৪০ হাজার ৫শ' ৫ জন শিশুকে ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল । ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪৪ হাজার ৮শ'। তার মধ্যে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫শ' শিশুর নীল ক্যাপসুল এবং ৪০ হাজার ৫শ' ৫ জন শিশুর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্যে এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোনো শিশু যাতে বাদ না পড়ে তার জন্যে সকলকে দৃষ্টি রাখতে হবে। তিনি আরোও বলেন, কচুশাকসহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এ সময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন ‘এ’- এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেনসহ একটি টিম টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়