প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:৪৭
মতলবে মেঘনায় অভিযান ট্রলারযোগে পাচারকালে ইলিশ ও জাটকা আটক

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে পাচারকালে দুই মে. টন ইলিশ ও জাটকা আটক করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট-এর সহায়তায় মেঘনা নদীর দশানী ও কালিরচর এলাকা হতে ট্রলারযোগে পাচারকালে ২ হাজার কেজি (২ মে. টন) ইলিশ ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ও জাটকা এতিমখানা ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সিসি মো: কবীর।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।
২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী)-এর আওতায় ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।