প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
শেখ ফরিদ আহমেদ মানিকের পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পিতা মমতাজ উদ্দিন শেখের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান ।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী,
প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী ।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন
বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালি উল্যাহ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন এতিমখানায় এদিন সকাল থেকেই রান্না করা খাবার বিতরণ করা হয়।এর আগে এদিন বাদ জুমা চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে পিতার কবর জিয়ারত করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।