শনিবার, ০১ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

রাজরাজেশ্বরে প্রবাসী হাবিবুর রহমান রাঢ়ীর ইফতার সামগ্রী বিতরণ

রাজরাজেশ্বরে প্রবাসী  হাবিবুর রহমান রাঢ়ীর ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোটার

মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরের চরাঞ্চলের অসহায় মানুষদের মাঝে সৌদি প্রবাসী হাবিবুর রহমান রাঢ়ীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে রাজরাজেশ্বর এলাকার প্রধানিয়া কান্দিতে মাস্টার জয়নাল আবেদীন রাঢ়ীর ছেলের পক্ষ থেকে চরাঞ্চলের প্রায় ৮০০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণপূর্ব মিলাদ, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহআলম।

আলোচনায় বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজান শরীফ রাঢ়ী, নাছির বেপারী, মতিউর রহমান রাঢ়ী, মাস্টার আবুল হোসেন, মেহেদী হাসান রিপন, আলমগীর হোসেন, রুবেল, জাকির হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম সোহাগ, আফজাল হোসেন, সুমন প্রধানিয়া প্রমুখ।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানীয়া তাঁর বক্তব্যে বলেন, মাস্টার জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান প্রতিবছরই চলাঞ্চলের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন। রমজানের শুরুতেই এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ১ হাজার মানুষ সহ পার্শ্ববর্তী শরীয়তপুরের অনেক অসহায় মানুষের মাঝে তারা সেবা দিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়