শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৭

লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

চাহিদানুযায়ী শিক্ষক নিয়োগ দিয়েছি, তারপরও ব্যর্থতা শিক্ষার্থীদেরকে নিতে হবে : মো. এরশাদ উদ্দিন

চাহিদানুযায়ী শিক্ষক নিয়োগ দিয়েছি, তারপরও ব্যর্থতা শিক্ষার্থীদেরকে নিতে হবে : মো. এরশাদ উদ্দিন
বাদল মজুমদার

লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাকে কথা দিয়েছিলে মডেল টেস্টে পাস করে এসএসসি পরীক্ষা দিতে যাবে। কিন্তু তোমরা তোমাদের কথা রাখো নি। আমরা যে কথাগুলো বলবো, সেগুলো শুধু কথার কথা না, বাস্তবায়ন করা হবে। যেসব শিক্ষার্থী মডেল টেস্টে উত্তীর্ণ হতে পারবে না, সেসব শিক্ষার্থীকে এডমিট কার্ড দেয়া হবে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু অবহেলা করে শিক্ষাগ্রহণ করার ব্যর্থতা শিক্ষার্থীদের নিতে হবে। চূড়ান্তভাবে আরেকবার মডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে। যারা পাস করবে না তাদেরকে পরীক্ষায় অংশ নিতে দেবো না। শতভাগ পাসের স্বার্থে দুষ্ট গরু রাখবো না।

সহকারী শিক্ষক মো. মানসুর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল হক, সিনিয়র শিক্ষক নাছরিন আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ইভেন মজুমদার, সুবর্ণ সরকার, দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হোসেন আহম্মেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়