বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২

ঘিলাতলী ফাজিল মাদরাসা কামিল মাদ্রাসায় উত্তীর্ণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
ঘিলাতলী ফাজিল মাদরাসা  কামিল মাদ্রাসায় উত্তীর্ণ

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাজিল মাদরাসা এখন থেকে কামিল (এম. এ.) মাদরাসা হিসেবে পরিগণিত হবে। ইসলামি আরবি বিশ্বিবদ্যালয়ের ২৬ ফেব্রুয়ারীর এক চিঠির আলোকে ঘিলাতলী ফাজিল মাদরাসা কামিল মাদরাসা হওয়ার গৌরব অর্জন করে। মাদরাসার অধ্যক্ষ এম এ বাশারের গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখের আবেদন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৩য় সংবিধি ধারা ১৩(গ) অনুযায়ী পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের আলোকে ধারা ১৩(ঙ) মোতাবেক ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আইউব হোসেন স্বাক্ষরিত স্মারক নং ইআবি/পরি/প্র. পা./২০২৫/১৪৩১১-এর মাধ্যমে মাদরাসাটি ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম কামিল মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মাদরাসায় চলতি শিক্ষাবর্ষ থেকে কামিল হাদিস বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বুধবার সন্ধ্যা ৭ টায় মাদরাসায় এ খবর পৌঁছলে এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। মাদরাসার অধ্যক্ষ এম এ বাশার সব কিছুর জন্যে মহান রবের দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়