শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ,  দোয়া ও পুরস্কার বিতরণ

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া, আলোচনা সভা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক মাওলানা মো. জহিরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল হক সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসাইন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রাশেদুল হক, সিনিয়র শিক্ষক মো. আবদুল আজিজ প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতিক উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র ফাহিম আফফান খান, হামদ ও নাত পরিবেশন করেন ১০ম শ্রেণির ছাত্র আবরার তাহমীদ। আলোচনা সভা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে মূল্যবান বই পুরস্কার স্বরূপ প্রদান করেন শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়