রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭

মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ি যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ি যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ি যুব সমাজের উদ্যোগে ৭ম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) বাদ আসর হতে মধ্য লুধুয়া পাটোয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি প্রকৌশলী সৈয়দ মিলন আহমেদ পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে হাদিসের আলোকে আলোচনা পেশ করেন হাফেজ রফিকুল ইসলাম আল কাদরি, খতিব জোনাকি মসজিদ, গাজীপুর। এ সময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন মাওলানা মো: শাহ জালাল ভূঁইয়া,সিনিয়র শিক্ষক হাতিলোটা দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা।

তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মো. সাইফুল ইসলাম সালেহি, শিক্ষক, লুধুয়া আহমাদিয়া (স.) দাখিল মাদ্রাসা। মাহফিল পরিচালনা করেন কাজী মাওলানা মো: জাকির হোসেন, খতিব, মধ্যলুধুয়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদ।এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি মাহফিলকে সৌন্দর্য্য ফুটে উঠে। প্রধান বক্তার সাথে মোনাজাতে সবাই মহান রবের কাছে যে যার মনের আশা বাসনা এবং জীবনের গুনাহ মাফ চেয়ে ফরিয়াদ জানান।

বক্তারা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে এবং আমােদের নবী প্রেমি হতে হবে, সুন্নতী আকিদায় চলতে হবে। ওয়াহাবীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়