প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫
শতাধিক পথশিশু ও অসহায়দের মাঝে নবজাগরণ ফাউন্ডেশনের খাবার বিতরণ
চাঁদপুর শহরের রেলওয়ে স্টেশনে ও রাস্তায় গড়ে ওঠা অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়েছে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন।
|আরো খবর
শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বড় স্টেশন মোলহেড এলাকার 'রক্তধারা'র পাশে এই খাবার বিতরণ করা হয়। দ
পথশিশুদের নিজ হাতে খাবার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় তাঁর পাশে ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।
রাস্তার পাশে ও রেল স্টেশনে গড়ে ওঠা পথশিশুদের দেখাশোনা এবং খোঁজ-খবরের কেউ নেই, তাই তাদেরকে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দের উদ্যোগে দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়।
ইউএনও ও ওসি পথশিশুদের খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা নিজেদের অর্থায়নে এভাবে মানব সেবায় কাজ করে যাচ্ছে। পথশিশুদের দুপুরের খাবার বিতরণ ও শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এছাড়া সামাজিক অন্য কাজগুলোতে তাদের অংশগ্রহণ রয়েছে। যেমন অসহায়দের আর্থিক সহযোগিতা, যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করা, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সকলকে সচেতন করতে বার্তা দেওয়া ইত্যাদি।
পথশিশুদের দুপুরে খাবার বিতরণকালে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন, উপদেষ্টা আজমল হোসেন মিলন, কালাম, ব্যবসায়ী, রায়হান হোসেন, রবিউল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের আমিরুল ইসলাম সৈকত, তানভীর হোসেন, সজীব হোসেন ও সদস্য সায়েম, আবির, ফাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন